অপু বিশ্বাসের দিন কাটছে নেচে গেয়ে
বিডিএসনিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার
অপু বিশ্বাসের দিন কাটছে নেচে গেয়ে
দীর্ঘ দশ বছর ঢাকাই ছবির সবচেয়ে ব্যস্ত নায়িকা ছিলেন অপু বিশ্বাস। ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ২০০৬-২০১৫ সাল পর্যন্ত একের পর এক দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করে আকাশছোঁয়া সাফল্য পান তিনি। একসঙ্গে কাজের সুবাদে তারা ভালোবেসে বিয়েও করেন। ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ক্যারিয়ারের খাতিরে সেটা প্রকাশ্যে আনেননি এ তারকা জুটি।
গত বছরের শুরুর দিকে একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসে বিয়ে ও এক সন্তান আব্রাম খান জয়ের কথা প্রকাশ করেন অপু। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে এবং সর্বশেষ তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। কিছু দিন আগেই তাদের ডিভোর্স কার্যকর হয়েছে।
এদিকে শাকিবের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণে ক্যারিয়ারে উজ্জ্বলতা হারিয়েছেন অপু। হাতে নেই তেমন কোনো ছবির কাজ। কিছু দিন আগে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও সেগুলোর কাজ শুরু হয়নি এখনো। কবে নাগাদ শুরু হবে, সেটাও নিশ্চিত নয়। ফলে সিনেমাহীন হয়েই কাটছে নায়িকা অপুর দিন।
সিনেমার কাজ না থাকলেও বসে নেই অপু। নিয়মিত তিনি বিভিন্ন স্টেজ শো’তে অংশ নিচ্ছেন। গত দু’তিন মাসে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেন অপু। এর মধ্যে মডেল-অভিনেত্রী সুজানার ফ্যাশন হাউজ উদ্বোধন, লিঙ্কআস-এর উদ্বোধন, ‘সেরা আমি সঙ্গে মা সিজন-৪’-এর গ্র্যান্ড ফিনালেতে নাচ, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে শিল্পী সমিতির কনসার্টে নাচ ও জাতীয় পাট দিবসে নাচ উল্লেখযোগ্য।
সর্বশেষ জয়পুরহাটের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’য় অংশ নিয়েছেন অপু বিশ্বাস। প্রায় ১৬ হাজার জামাইকে বরণ করে নেয়ার সেই অনুষ্ঠানে অপুর নাচ পরিবেশনাও ছিলো। এমনকি সেখানকার স্থানীয় চেয়ারম্যানের সঙ্গেও কোমর দুলিয়েছেন এই নায়িকা। এভাবেই দিন যাচ্ছে অপুর। এদিকে ভক্তরা আবার অপুকে রুপালী পদার্য় দেখতে মুখিয়ে আছেন। ভক্তদের সে ইচ্ছা কবে পূরণ হয় সেটাই এখন দেখার বিষয়।
- রোহিঙ্গা গণহত্যা:
গাম্বিয়াকে সহায়তা দেবে কানাডা ও নেদারল্যান্ডস - আপত্তিকর অবস্থায় হোটেল থেকে ভিপি নুর আটক (ভিডিও)
- বিব্রত বিএনপি
তারেক-খালেদার দুর্নীতি তদন্তে ঢাকায় সৌদি প্রতিনিধি - লন্ডনে আটক তারেক!
- বুয়েটের প্রতি হলে বসছে স্পাই ক্যামেরা ও ভয়েস রেকর্ডার
- দুবাই পুলিশের অভিযানে ভেস্তে গেল নির্বাচন নিয়ে ভয়ানক চক্রান্ত
- জামায়াতের হিটলিস্টে ৫৬০ বিশিষ্টজন
- তদন্ত কমিটি গঠন
লন্ডনে তারেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ - মনোনয়ন বিবাদ, মির্জা ফখরুলকে মারতে তেড়ে গেল কর্মীরা (ভিডিওসহ)
- তিন’শ আসনে বিএনপি প্রার্থীদের তালিকা