সালমানকে হত্যার হুমকি!
বিডিএসনিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৭:২৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

সালমানকে হত্যার হুমকি!
বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি দিয়ে হইচই ফেলে দিয়েছেন পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনই।
বৃহস্পতিবার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সাংবাদিকদের কাছে তিনি এই হুমকি দেন বলে আইএএনএসের বরাত দিয়ে জানিয়েছে খালিজ টাইমস।
লরেন্স বলেন, পুলিশ তাকে সুযোগ দিলে তিনি সালমান খানকে হত্যা করতে চান। অবশ্য এর পেছনের কারণ জানাননি এই গ্যাংস্টার।
তবে মনে করা হচ্ছে, ব্ল্যাকবাক হরিণ শিকারই তার সালমানকে এই হুমকি দেওয়ার আসল কারণ, কেন না রাজস্থানের বিশনই সম্প্রদায়ের কাছে এই হরিণ পূজ্য, তাদের আবেগের বিষয়।
লরেন্স সাধারণ কোনও সন্ত্রাসী নয়, পাঞ্জাবে তার কুখ্যাত দুষ্কৃতীদের দল রয়েছে, যোধপুরের এক নামী ব্যবসায়ীকে তিনি খুন করেছেন বলে অভিযোগ। এই মুহূর্তে লরেন্স জেলে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চাইলে যে কোনও জেল পালাতে পারেন।
লরেন্সকে ব্যবসায়ী খুনের মামলায় যোধপুরের একটি আদালতে তোলা হয় বৃহস্পতিবার। শুনানির পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি হুমকি দিতে শুরু করেন।
তিনি বলেন, এই যোধপুরেই খতম করে দেবে সালমান খানকে। পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া কোনও ব্যাপার না, তবে এখনই জেল পালানোর ইচ্ছে নেই।
যোধপুর পুলিশ জানিয়েছে, এই গ্যাংস্টারের হুমকি তারা হালকাভাবে নিচ্ছে না, এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে।
- রোহিঙ্গা গণহত্যা:
গাম্বিয়াকে সহায়তা দেবে কানাডা ও নেদারল্যান্ডস - আপত্তিকর অবস্থায় হোটেল থেকে ভিপি নুর আটক (ভিডিও)
- বিব্রত বিএনপি
তারেক-খালেদার দুর্নীতি তদন্তে ঢাকায় সৌদি প্রতিনিধি - লন্ডনে আটক তারেক!
- বুয়েটের প্রতি হলে বসছে স্পাই ক্যামেরা ও ভয়েস রেকর্ডার
- দুবাই পুলিশের অভিযানে ভেস্তে গেল নির্বাচন নিয়ে ভয়ানক চক্রান্ত
- জামায়াতের হিটলিস্টে ৫৬০ বিশিষ্টজন
- তদন্ত কমিটি গঠন
লন্ডনে তারেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ - মনোনয়ন বিবাদ, মির্জা ফখরুলকে মারতে তেড়ে গেল কর্মীরা (ভিডিওসহ)
- তিন’শ আসনে বিএনপি প্রার্থীদের তালিকা